আগামী শুক্রবার ৩০ জেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের প্রথম ধাপের লিখিত পরীক্ষা । আজ রোববার থেকে সকল প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ৩০ জেলার সকল পরীক্ষার্থীরা। তাই আজই আপনার প্রবেশ পত্র ডাউনলোড করে নিন।
সকল পরীক্ষার্থীদের আবেদনে উল্লিখিত যে মোবাইল নাম্বার দেয়া আছে যথাসময়ে তাদের মোবাইলে ০১৫৫২১৪৬০৫৬ নম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোডের খুদে বার্তা পাঠানো হয়েছে।

প্রথম ধাপের প্রার্থীরা আজ থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সন দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ইউজার নেম ও পার্সওয়ার্ড হারিয়ে ফেলেন আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে রিকভার করতে পারবেন।
নিমোক্ত ৩০ জেলার তালিকা ভালো করে দেখে নিন।

প্রবেশপত্র ডাউনলোড করার পর অবশ্যই প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করতে হবে। নিজের জাতীয় পরিচয়পত্র ও প্রবেশপত্রের রঙিন কপি পরীক্ষার হলে নিয়ে যেতে হবে। পরীক্ষার দিন সকল ডকুমেন্ট নিয়ে পরীক্ষার হলে উপস্থিত থাকবেন।
১টি পদের জন্য প্রতিযোগিতা হবে ২৯ প্রার্থীর মধ্যে।