সড়ক ও জনপথ অধিদফতরের সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান ও সড়ক শ্রমিক পদের লিখিত পরীক্ষার সময় সুচী প্রকাশিত হয়েছে । তারা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে।
সড়ক ও জনপথ অধিদফতরের সার্ভেয়ার, ইলেকট্রিশিয়ান ও সড়ক শ্রমিক পদের লিখিত পরীক্ষা নিমোক্ত সময়সুচী অনুযায়ী অনুষ্টিত হবে।
আগ্রহী প্রার্থীরা http://rhd.teletalk.com.bd ওয়েবসাইট হতে প্রবেশ পত্র ডাউনলোড করতে পারবে। আরোও বলা হয়েছে, বর্ণিত ওয়েবসাইট হতে নির্দিষ্ট সময়সুচী অনুযায়ী অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো।

পরীক্ষা কেন্দ্রে স্ব স্ব আসন অনুযায়ী স্ব স্ব প্রার্থীদের আসন গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুসারে, তিন পদে অর্থাৎ সার্ভেয়ার পদে ১৪৫৩ জন , ইলেকট্রিশিয়ান পদে ৩৮২৭ জন এবং সড়ক শ্রমিক পদে ৫৩২৭ জন সর্বমোট ১০,৬০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।