স্কুল অব রোবটিক্স কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

জেলা প্রশাসন কুমিল্লা এর সরাসরি তত্ত্বাবধানের পরিচালিত বাংলাদেশের প্রধম দক্ষতা উন্নয়ন ভিত্তিক প্রতিষ্টান স্কুল অব রোবটিক্স কুমিল্লা এর জন্য নিম্নিলিখিত পদে সরাসরি নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

প্রতিষ্ঠানের নাম: স্কুল অব রোবটিক্স কুমিল্লা

পদের নাম: বেসিক কম্পিউটিং, রোবটিক্স, প্রোগ্রামিং, ফ্রিল্যাসিং
পদসংখ্যা: ০৮ টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি দেখুন
অভিজ্ঞতা: লাগবেনা
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: পুরুষ/মহিলা
বয়স: ১৮-৩০ বছর
কর্মস্থল: কুমিল্লা

বিজ্ঞপ্তি দেখুন

স্কুল অব রোবটিক্স কুমিল্লা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বিস্তারিত দেখুন ওয়েবাসাইটে

১. আবেদনকারীর নিম্নোক্ত তথ্যাদি সন্নিবেশ করতে হবে:

ক. নাম খ. পিতা/স্বামীর নাম গ. মাতার নাম ঘ. জন্ম তারিখ(৩১/০৭/২০২২ খিস্ট্রাব্দ তারিখে বয়স) ঙ. স্থায়ী ঠিকানা ছ. শিক্ষাকতা যোগ্যতা জ. জাতীয়তা ঝ. ধর্ম ঞ.মোবাইল নং ট. ০৩ কপি পার্সপোর্ট সাইজের রঙিন ছবি ঠ. সকল শিক্ষাকতা সনদের কপি ড. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি ঢ. অভিজ্ঞতা সনদ ( যদি থাকে) ণ. খামের উপর পদের নাম ও বিষয় উল্লেখসহ আবেদন পত্রের সাথে নিজ ঠিকানা ও১০ টাকার ডাক টিকিট সম্বলিত ০১ টি ফেরত খাম ত. অধ্যক্ষ স্কুল অব রোবটিক্স কুমিল্লা এর অনুকুলে শিক্ষক পদে ৫০০/- ( পাঁচশত) টাকার ব্যাংক ড্রাফট /পে অর্ডার সহ সাক্ষরযুক্ত লিখিত আবেদন পত্র আগামি ৩১-০৭-২০২২ তারিখে বিকাল ০৫ টার মধ্যে নিম্ন সাক্ষরকারীর নিকটে পৌছাতে হবে।

২. অসম্পুর্ন আবেদন অথবা নির্ধারিত তারিখ ও সময়ের পরে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

৩. নিয়োগের ক্ষেত্রে কতৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত কলে গণ্য হবে।

Check Also

DC Office Job 2022

Shariatpur DC Office Job Circular 2023! শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ

Shariatpur DC Office Job Circular has been published on the DC Office website and is …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *