Latest Post

সুপারনোভা কী? সুপারনোভা সম্পর্কে আলোচনা করো।

সুপারনোভা: নক্ষত্রের ভর দুই থেকে পাঁচ নৌর ভরের মধ্যে হলে সংকোচনের সময় এটি এর বহি:স্থ আস্তরন ছুড়ে দিয়ে এটি অত্যন্ত উজ্জ্বল হয়ে যায়। নক্ষের এই উজ্জ্বল হয়ে যাওয়া হলো সুপারনোভা

সুপারনোভা সম্পর্কে আলোচনা:

১০৫৪ খৃস্টাব্দের মাঝামাঝি কোনো এক রাতের ঘটনায় চীনা জ্যোতির্বিদ দেখতে পেলেন ট্যুরাস নক্ষত্রপুঞ্জের একটি তারায় হঠাৎ করে যেন আগুন ধরে যায়। সাথে সাথে চারপাশ উজ্জ্বল হয়ে ওঠে আশপাশের আকাশ। কিন্তু জ্যোতির্বিদরা বুঝতে পারেননি আসলে ঘটনাটা কি। তারপর এর নাম দিলেন এটা হলো ‘অতিথি তারকা’। ঘটনাটি ১০৫৪ সালের ৪ জুলাই ঘটনাটি ঘটে। আসলে এগুলো ছিল সুপারনোভা। প্রকৃতির সবচেয়ে রহস্যজনক খেলা এটি। এ খেলা শুরু হবার মধ্য দিয়ে একটি নক্ষত্রের মৃত্যুঘন্টা বেজে ওঠে যা দেখলে ভীতি সৃষ্টি হয়। কল্পনাতীত প্রচন্ড বিস্ফোরণের পর একটা তারকা তার নিজস্ব শক্তি হারাতে থাকে। তারপর এক সময় দৃশ্যপট থেকে সম্পূর্ণরূপে মুছে যায়।

সুপারনোভা কী

সুপারনোভা

আসলে সুপারনোভা বিস্ফোরণের মধ্য দিয়ে হালকা মৌলিক পদার্থ থেকে ভারী মৌলিক পদার্থ তৈরি হয়ে থাকে। অন্য কথায় আমরা বলতে পারি সুপারনোভা হচ্ছে একটি মহাজাগতিক রাসায়নিক কারখানা বিশেষ। মহাকর্ষ বলের প্রভাবে নক্ষত্রমন্ডলীর গ্যাস এবং ধূলিকণার মেঘ একত্রে জমাটবদ্ধ হবার মাধ্যমে একটি নক্ষত্রের জন্ম প্রক্রিয়া শুরু হয়ে থাকে। মেঘ যতই জমাটবদ্ধ হতে থাকে তার অভ্যন্তর ভাগের অণুগুলোর মধ্যে সংঘর্ষের তীব্রতাও বৃদ্ধি পেতে থাকে। ফলে সৃষ্টি হয় প্রচন্ড উত্তাপ। এই তাপ এমন এক পর্যায়ে পৌঁছে যখন ৪টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একেকটি হিলিয়াম পরমাণু সৃষ্টি করতে শুরু করে। একে বলে ফিউশন বিক্রিয়া, যার ওপর ভিত্তি করে হাইড্রোজেন বোমা তৈরি এবং আরও মৌলিক পদার্থ তৈরি হয়। ফলে তাপ বৃদ্ধি পায়। সুর্যের মধ্যেও ফিউশন বিক্রিয়া সংঘটিত হয়।

Check Also

ভেক্টরের বিভাজন কী ও উপাংশ বলতে কি বুঝ

ভেক্টরের বিভাজন কী ও উপাংশ বলতে কি বুঝ?

ভেক্টরের বিভাজন: উত্তর:- কোনে একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা হয় এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *