শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এই দুই পদের এমসিকিউ পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরোও বলা হয়েছে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদের এমসিকিউ পরীক্ষা আগামি ২৪ জানুয়ারি বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া এস্টিমেটর পদের ও পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৩২২ জন ‍আবেদন করেছে। এ পদের পরীক্ষা নেওয়া হবে শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ও বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে। তাই যথাসময়ে পরীক্ষার এক ঘন্টা পুর্বে পরীক্ষার কেন্দ্রে পেীছাতে হবে।

এস্টিমেটর পদে মোট পরীক্ষার্থী ১ হাজার ৯১৭ জন আবেদন করেছে। এ পদের পরীক্ষা নেওয়া হবে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিতে।

আপনি বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে দেখতে পাবেন।

Check Also

এসআই পদের লিখিত পরীক্ষার সূচি পরিবর্তন

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদে নিয়োগের জন্য লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার তারিখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *