Latest Post

মৌলিক বল কাকে বলে? মৌলিক বল কি কি?

উত্তর: যে সকল বল স্বাধীন বল অন্য কোন বল থেকে উৎপন্ন হয়না তাকে তাদের কে মৌলিক বল বলে।

প্রকৃতিতে চারটি মৌলিক বল:

১. মহাকর্ষ বল বা মহাকর্ষ বল কাকে বলে?

উত্তর: মহাবিশ্বের মধ্যে যেকোন দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষন বা বিকর্ষন বলকে মহাকর্ষ বল বলে। এই বলের পাল্লা অসীম। চারটি বলের মধ্যে মহাকর্ষ বল সবচেয়ে দুর্বলতম বল। সুর্য ও গ্রহের মধ্যে আকর্ষন বল হলো মহাকর্ষ বল।

. তাড়িৎচৌম্বক বল বা তাড়িৎচৌম্বক বল কাকে বলে?

উত্তর: দুটি চার্জিত কণা তারা একে অপরের মধ্যে যে আকর্ষন বা বিকর্ষন বল অনুভব করে তাকে তাড়িতচৌম্বক বল বলে। তাড়িৎচৌম্বক বল, মহাকর্ষ বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী।

. সবল নিউক্লিয় বল বা সবল নিউক্লিয় বল কাকে বলে?

উত্তর: পরমানুর নিউক্লিয়াসে নিউক্লিয় উপাদানসমুহকে একত্রে আবদ্ধ রেখে যে শক্তিশালী বল হিসেবে ক্রিয়া করে তাকে সবল নিউক্লিয় বল বলে। তাড়িত চৌম্বক বল থেকে এটি ১০০ গুন বেশি শক্তিশালী। ইলেকট্রনের মধ্যে এই ধরনের কোন বল নেই।

৪. দুর্বল নিউক্লিয় বল বা দুর্বল নিউক্লিয় বল কাকে বলে?

উত্তর: যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল নিউক্লিয়াসের মৌলিক বলের মধ্যে ক্রিয়া করে অনেক নিউক্লিয়াসে অস্থিতিশীলতার উদ্ভব ঘটায় তাকে দুর্বল নিউক্লিয় বল বলে। তবে সবল নিউক্লিয় বল ও তাড়িত চৌম্বক বলের চেয়ে অনেকটা দুর্বল।

Check Also

ভেক্টর রাশি ও স্কেলার রাশি কাকে বলে ?

রাশি কাকে বলে? রাশি হলো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *