মহাকর্ষ বল ও অভিকর্ষ কাকে বলে ?

বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন আবিষ্কার করেন যে, এই মহাবিশ্বের মধ্যে যেকোন দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষন বল রয়েছে। এই আকর্ষন বলকে কখনও অভিকর্ষ বল আবার কখনও মহাকর্ষ বল বলা হয়। আমরা সে বিষয় নিয়ে নিচে আলোচনা করবো।

মহকর্ষ বল: মহাবিশ্বের যেকোন দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। মনে রাখবে এই বল অবশ্যই মহাকর্ষের মধ্যে সংঘটিত হবে।

মহাকর্ষ বল ও অভিকর্ষ কাকে বলে ?
মহকর্ষ বল:

যেমন: সুর্য ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে তাকে মহাকর্ষ বল বলে।

অভিকর্ষ বল: পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষন বল ক্রিয়া করে তাকে অভিকর্ষ বল বলে।

মহাকর্ষ বল ও অভিকর্ষ কাকে বলে ?
অভিকর্ষ বল

যেমন: পৃথিবী ও একটি বস্তুর ( গাছের আম, আপেল) মধ্যে যে আকর্ষন বল ক্রিয়া করে সেটাই অভিকর্ষ বল

Leave a Comment