মহাকর্ষীয় ধ্রুবক : একক ভরবিশিষ্ট দুটি বস্তুকনা একক দুরত্ব থেকে যে পরিমাণ বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তার সংখ্যাগত মানকে মহাকর্ষীয় ধ্রুবক বলে। মহাকর্ষীয় ধ্রুবক এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর, উপাদানের উপরও নির্ভর করেনা। কিন্তু বস্তদ্বয় কোন পদার্থের উপর তৈরি তার উপর নির্ভর করে না।
For More Educational Information Visit Netresultbd.com
মহাকর্ষীয় ধ্রুবকের মান বা G এর মান– মি৩ কেজি-১ সেকেন্ড -২। 5g ভরের দুইটি বস্তু এই 1 m দূরত্বে স্থাপন করলে আকর্ষণ বলে হবে 5G এর সমান ।
মহাকর্ষীয় ধ্রুবক, G কে সার্বজনীন ধ্রুবক বলে।
অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষীয় ত্বরন কাকে বলে ?
অভিকর্ষজ ত্বরণ বা অবিকর্ষীয় ত্বরন : অভিকর্ষ বলের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষজ ত্বরণ বা অভিকর্ষীয় ত্বরন বলে। এক ছোট অক্ষর g চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এর মান হলো- 9.8 ms-2
অভিকর্ষীয় ত্বরণ বস্তু নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ নয়। পৃথিবীর ৪৫০ অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণকে g এর আদর্শ মান হিসেবে ধরা হয়।