ভেক্টরের বিভাজন:
উত্তর:- কোনে একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা হয় এবং প্রথম ভেক্টরটি বিভাজিত অংশ গুলোর লব্ধি হয়, তবে সেই বিভাজনই ভেক্টর বিভাজন বলে।
উপাংশ:
উত্তর:- উপাংশ বলতে বুঝায় যদি একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক ভেক্টর রাশিতে বিভক্ত করা হয় তবে বিভাজিত ভেক্টর রাশি গুলোর প্রত্যেকটির মুল হবে ভেক্টর রাশির এক একটি অংশক বা উপাংশ।
লম্ব উপাংশ কাকে বলে?
লম্ব উপাংশ:
উত্তর:- একটি ভেক্টর কে যদি এমনভাবে দুটি উপাংশে বিভক্ত করা হয় যে, উপাংশ দুটি পরস্পর সমকোনে থাকে তাদের কে লম্ব উপাংশ বলে।