বন্দুক থেকে গুলি ছুঁড়লে পিছনের দিকে ধাক্কা দেয় কেন?

Rate this post

আমরা আজ শিখবো-বন্দুক থেকে গুলি ছুঁড়লে পিছনের দিকে ধাক্কা দেয় কেন? তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। আমরা ভরবেগের সংরক্ষন সুত্র থেকে জানি- বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে। এখন বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বন্দুক ও গুলি উভয়ের শুরুতে স্থির থাকে বলে এদের আদিভর বেগের সমষ্টি শুন্য।

বন্দুক থেকে গুলি ছুঁড়লে পিছনের দিকে ধাক্কা দেয় কেন?

কাজেই বন্দুকের ও গুলির শেষ ভরবেগের সমষ্টি ও শুন্য হবে। একারনে গুলি যে দিকে ছোড়া হয় সেইদিকে গুলির ভরবেগের পরিবর্তন হয় এবং গুলি ও ভরবেগের সমষ্টি শুন্য রাখার জন্য গুলির বিপরীতে দিকে বন্দুকের ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ বন্দুকের শেষ বেগ গুলির বিপরীত দিকে হয়।

তাই গুলি ছুঁড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়।

Leave a Comment