Latest Post

বন্দুক থেকে গুলি ছুঁড়লে পিছনের দিকে ধাক্কা দেয় কেন?

আমরা আজ শিখবো-বন্দুক থেকে গুলি ছুঁড়লে পিছনের দিকে ধাক্কা দেয় কেন? তাহলে চলুন বিস্তারিত জেনে নিই। আমরা ভরবেগের সংরক্ষন সুত্র থেকে জানি- বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান থাকে। এখন বন্দুক থেকে গুলি ছোড়ার ক্ষেত্রে বন্দুক ও গুলি উভয়ের শুরুতে স্থির থাকে বলে এদের আদিভর বেগের সমষ্টি শুন্য।

বন্দুক থেকে গুলি ছুঁড়লে পিছনের দিকে ধাক্কা দেয় কেন?

কাজেই বন্দুকের ও গুলির শেষ ভরবেগের সমষ্টি ও শুন্য হবে। একারনে গুলি যে দিকে ছোড়া হয় সেইদিকে গুলির ভরবেগের পরিবর্তন হয় এবং গুলি ও ভরবেগের সমষ্টি শুন্য রাখার জন্য গুলির বিপরীতে দিকে বন্দুকের ভরবেগের পরিবর্তন হয়। অর্থাৎ বন্দুকের শেষ বেগ গুলির বিপরীত দিকে হয়।

তাই গুলি ছুঁড়লে বন্দুক পিছনের দিকে ধাক্কা দেয়।

Check Also

ভেক্টর রাশি ও স্কেলার রাশি কাকে বলে ?

রাশি কাকে বলে? রাশি হলো ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *