Latest Post

পৃথিবীর আকৃতির জন্য g এর মানের পরিবর্তন হয় কেন ? ব্যাখ্যা কর।

আমরা জানি পৃথিবীর আকৃতির জন্য g এর মানের পরিবর্তন হয় এবং তা কেন হয়? আজ আমরা ব্যাখ্যা করবো।

পৃথিবীর আকৃতির জন্য এর মানের পরিবর্তন: পৃথিবী সুষম গোলক না হওয়ায় পৃথিবীর কেন্দ্র থেকে ভু পৃষ্টের সকল স্থান সমদুরে নয়। যেহেতু g-মান পৃথিবীর কেন্দ্র থেকে দুরত্বের উপর নির্ভর করে, তাই পৃথিবীর বিভিন্ন স্থানে g- মানের পরিবর্তন হয়। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ R এর মান সবচেয়ে বেশি হওয়ায় g-এর মান সবচেয়ে কম এবং তা হলো 9.780 ms2 । বিষুবীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যতই যাওয়া যায় ব্যাসার্ধ R এর মান ততই কমতে থাকে এবং g-এর মান বাড়তে থাকে। মেরু অঞ্চলে ব্যাসার্ধ সবচেয়ে কম হওয়ায় g-এর মান ও মেরু অঞ্চলে সবচেয়ে বেশি 9.83217 ms2

ক্রান্তীয় অঞ্চলে g-এর মান হলো 9.78918 ms2 । ভুপৃষ্ট এর বিভিন্ন স্থানে g এর মান বিভিন্ন বলে 450 অক্ষাংশে সমুদ্র সমতলে g এর মানকে আদর্শ মান ধরা হয়। এর মান হচ্ছে –9.80665 ms2 । হিসাবের সুবিধার্থে এর আদর্শ মান ধরা হয়-9.81 ms2

Check Also

ভেক্টরের বিভাজন কী ও উপাংশ বলতে কি বুঝ

ভেক্টরের বিভাজন কী ও উপাংশ বলতে কি বুঝ?

ভেক্টরের বিভাজন: উত্তর:- কোনে একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা হয় এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *