দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা আগামী ৮ জানুয়ারি বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা নেওয়া হবে। এ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ হাজার ৩৬৭।
ইতিপূর্বে প্রবেশপত্র ডাউনলোডকারী প্রার্থীরা আগামী ২ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডুপ্লিকেট প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। নতুনভাবে কোনো প্রার্থীকে প্রবেশপত্র ইস্যু করা হবে না।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কমপক্ষে এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।