তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায় : তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের সান্দ্রতা বৃদ্ধি পায় তার কারন গ্যাসের তাপমাত্রা বাড়লে সান্দ্রতা বাড়ে, পরীক্ষার সাহায্যে দেখা গিয়েছে যে গ্যাসের সান্দ্রতা গুনাংক তার পরম তাপমাত্রার বর্গমুলের সমানুপাতিক। আমরা জানি য গ্যাসের অনুগেুলো সবদিকে এলোমেলো চলতে করতে পারে এবং এদর মধ্যে সংঘর্ষ ঘটে। গ্যাসের অনুসমুহের মধ্যে আন্ত:আনবিক বল নেই বললে চলে। তাই তাপমাত্রা বাড়লে অনুসমুহের গড় বেগ বৃদ্ধি পায়, ফলে সংঘর্ষ বাড়েঅ যার ফলে বিভিন্ন স্থরের প্রবাহের বাধার পরিমান বাড়ে। অর্থাৎ সান্দ্রতা বাড়ে।
গাছের গোড়ায় পানি দিলে সেই পানি গাছের শাখা প্রশাখায় পৌছে কিভাবে?
গাছের মুল থেকে শুরু করে কান্ড ও শাখা প্রশাখাতে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। এই সকল ছিদ্র কৈশিক নল হিসেবে ক্রিয়া করে। ফলে গাছের গোড়ায় পানি দিলে পানি এই সরু ছিদ্র পথে কৈশিকতার কারনে মুল থেকে কান্ড ও গাছের অংশে পরিবাহিত হয় সব অংশে ছড়িয়ে পড়ে।