Latest Post

ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান ২০২১

ডাচ-বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসুচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর পর্যায়ে অর্ধ্যায়নরত মেধাবী ও আর্থিক ভাবে অসচ্ছ্বল ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় ২০২১ সালের এসএসসি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী, শিক্ষা ক্ষেত্রে আর্থিক প্রত্যাশী নিম্ন বর্ণিত যোগ্যতাসম্পন্ন ছাত্রছাত্রঅদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য আহবান করা হচ্ছে।

বৃত্তির জন্য আবেন যোগ্যতা

শিক্ষা স্থরসিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্টানজেলা শহর এলাকার স্কুল বা/শিক্ষা প্রতিষ্টানগ্রামীন/ অনগ্রসর -শিক্ষা/ প্রতিষ্টান
এসএসসি বা সমমান৫.০০৫.০০৪.৮৩

বৃত্তির পরিমান ও সময়কাল

শিক্ষাস্থর-এইচএসসি

সময়কাল – ২ বছর

মাসিক বৃত্তি টাকা- ২৫০০/-

বার্ষিক অনুদান টাকা- পাঠ্য উপকরনের জন্য -২৫০০/- এবং পোষাক পরিচ্ছদের জন্য- ১০০০/-

ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান

বৃত্তির অন্যন্য নীতিমালা:

১। যেসব ছাত্রছাত্রী সরকারী বৃত্তি ব্যতীত অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন , তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবে না।

২। গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্টান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীর জন্য বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।

৩। ২০২১ সালের এসএসসি /সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে নিমোক্ত ঠিকানায় মোবাইলে কিংবা এ্যাপে গিয়ে

http://app.dutchbanglabank.com/DBBLScholarship

সংযুক্তিসহআবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে।

আবেদন কারীর পার্সপোট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।

আবেদন কারীর পার্সপোট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।

এসএসসি /সমমান পরীক্ষায় নম্বর ও প্রশংসা পত্রের স্ক্যান কপি।

আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপুর্ণ তারিখ:

আবেদন শুরুর তারিখ : ০৩ জানুয়ারী ২০২২

আবেদনের শেষ তারিখ- ০৬ ফেব্রুয়ারী ২০২২

ওয়েবসাইটের মাধ্যম প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীর তালিকা প্রকাশ-১০ ফেব্রুয়ারী ২০২২

Check Also

SSC SYLLABUS 2022

SSC Short Syllabus Download Exam 2022

SSC Short Syllabus Exam 2022 has been published on the official website by the authority. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *