চাঁদে নভোচারীরা লাফিয়ে চলে কেন তার ব্যাখ্যা: কোন ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষন বল থাকলে ওজন থাকবে কিন্তু ঐ ব্যক্তি ওজন অনুভব করবেন তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। মহাশুন্যচারীরা মহাশুন্যযান করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার পথে প্রদক্ষিন করার সময় বৃত্তাকার গতির জন্য মহাশুন্যযানের ত্বরন ‘g’ এর মানের সমান।
এ অবস্থায় মহাশুন্যযানের সাপেক্ষে মহাশুন্যচারীর ত্বরন (g-g)=0 হয় বলে মহাশুন্যচারী মহাশুন্যযানের দেয়ালে কোন বল প্রয়োগ করে না। ফলে তিনি তার ওজনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া বল অনুভব করেন না। তাই তিনি ওজনহীনতা অনুভব করেন। এক্ষেত্রে নভোচারীদের লাফিয়ে দুরত্ব অতিক্রম করতে হয়।