ঘাত বল ও বলের ঘাত কাকে বলে ?

প্রশ্ন: ঘাত বল কাকে বলে?

উত্তর:- খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল যে কোন বস্তুর উপর প্রযুক্ত হলে তাকে ঘাত বল বলে। উদাহরণ- একটি রাকেট দ্বারা একটি টেনিস বলকে আঘাত করলে প্রচন্ড একটি বল টেনিস বলের উপর আরোপিত হয়। এক্ষেত্রে টেনিস বল এবং রাকেটের মধ্যকার সংঘর্ষের সময় খুব কম হয়। এই ধরনের বলকে ঘাত বল বলে।

প্রশ্ন: বলের ঘাত কাকে বলে?

উত্তর:- কোন বল ও বলের ক্রিয়াকালের গুনফলকে ওই বলের ঘাত বলে। বলের ঘাত ভরবেগের পরিবর্তনের সমান।

প্রশ্ন: গাড়ীর টায়ারের বাইরের দিকে খাঁজ যুক্ত করে তৈরি করা হয় কেন?

উত্তর:-গাড়ীর টায়ারের বাইরের দিকে খাঁজ যুক্ত করে তৈরি করা হয়

ঠায়ার

কারন গাড়িটি থামার জন্য প্রয়োজনীয় ঘর্ষন বল লাভ করে। খাঁজ থাকার কারনে টায়ার রাস্তাকে কঠোরভাবে আঁকড়ে ধরতে সক্ষম হয়। এভাবে আঁকড়ে ধরতে না পারলে স্থিতিশীল অবস্থা থেকে গতিশীল হতে পারতো না। আবার গতিশীল অবস্থায় ব্রেক কষলে টায়ার পিছলে যেতো। তাই গাড়িটিকে যথাযথভাবে চালনার জন্য টায়ারে খাঁজ কাটা হয়।

প্রশ্ন: একটি বায়ু ভর্তি বেলুনে খোলা অবস্থায় ছেড়ে দিলে খোলা মুখের বিপরীত দিকে ছুড়তে দেখা যায় কেন?

উত্তর:- বেলুন সংকুচিত করলে বায়ুর উপর একটি বল প্রয়োগ করে ফলে খোলা মুখ দিয়ে বায়ু সজোরে বেরিয়ে আসে। নিউটনের তৃতীয় সুত্রানুসারে এ সময় বায়ু বেলুনের উপর একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে। তাই বায়ু ভর্তি বেলুনে মুখ খোলা অবস্থায় ছেড়ে দিলে খোলা মুখের বিপরীতে ছুটতে থাকে।

আরোও তথ্য আপডেট চলছে

Leave a Comment