খাদ্য অধিদপ্তরের নন-গেজেটেড বিভিন্ন পদের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তি অনুসারে, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষা আগামি ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষাটি উক্ত তারিখে সকাল ১০ টায় ৮ টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।
উক্ত পদে আবেদনকারীরা ৪ নভেম্বর পর্যন্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

এই http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।
তবে প্রার্থীদেরকে রঙ্গিন প্রবেশপত্র প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
এছাড়াও প্রার্থীদের ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশিকা অনুসরণের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।