কোন পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলার সময় পরিবাহীতে তাপ উৎপন্ন হয় তার কারণ: পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় পরিবাহী উত্তপ্ত হয়।
ধাতব পরিবাহীতে অনুগুলো স্থির নয়। এরা সর্বদা কম্পনরত অবস্থায় থাকে। পরিবাহীতে মুক্ত ইলেক্ট্রনের প্রবাহের ফলে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। মুক্ত ইলেক্ট্রন প্রবাহের সময় পরিবাহীর অনু পরমানুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় ফলে পরিবাহীতে রোধের উদ্ভব হয়। এ কারনে প্রবাহ বাধা গ্রস্থ হয়। ফলে পরিবাহী উত্তপ্ত হয়। অর্থাৎ প্রবাহ চলাকালে পরিবাহীতে তাপের উদ্ভব ঘটে।