কেন্দ্রমুখী বল: যখন কোন বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন ঐ বৃত্তের কেন্দ্র অভিমুখে যে নিট বল ক্রিয়া করে বস্তুটিকে বৃত্তাকার পথে গতিশীল রাখে তাকে কেন্দ্রমুখী বল বলে।
ধরুন একটি সুতার এক প্রান্তে একটি ঢিল বেঁধে সুতার অন্য প্রান্ত আঙুলে ধরে যদি সমদ্রুতিতে ঘুরানো হয় তাহলে সুতার মধ্য দিয়ে আঙুলের দিকে ঢিলের উপর একটি বল প্রযুক্ত হবে। সুতার মধ্য দিয়ে বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে ঢিলটির উপর যে বল প্রযুক্ত হয় সেটি হলো কেন্দ্রমুখী বল।
ভেক্টর রাশি ও স্কেলার রাশি কাকে বলে ?
বিকেন্দ্রমুখী বল: কোন বস্তুকে বৃত্তাকার পথে ঘুরাতে হলে ঐ বস্তুর উপর যে বল প্রয়োগ করা সেটি হলো কেন্দ্রমুখী বল। নিউটনের গতির তৃতীয় সুত্রানুসারে এই বলের প্রতিক্রিয়া স্বরুপ যে বল বৃত্তের কেন্দ্রের উপর ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে তাকে কেন্দ্রবিমুখী বল বলে।
কেন্দ্রমুখী বল সাধারণত প্রযুক্ত হয় ঘুর্ণায়মান বস্তুর উপর এবং এর দিক হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। অপর পক্ষে বিকেন্দ্রমুখী বল প্রযুক্ত হয় বৃত্তাকার পথের কেন্দ্রের উপর যা ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে ক্রিয়া করে।