আকাশ নীল দেখায় তার কারন ব্যাখ্যা করা হলো:
আলোর বিক্ষেপনের কারনে আকাশ নীল দেখায় । কারন সুর্যের আলো সাতটি রঙের সমষ্টি । মুলত তরঙ্গের দৈর্ঘের ভিন্নতার কারনে আমাদের চোখের তারতম্য ঘটে এবং আমরা বিভিন্ন রঙ দেখতে পাই। সুর্য থেকে পৃথিবীতে আলো আসার সময় আলোক রশ্নি বায়ুমন্ডলে প্রবেশ করার পর সুক্ষ ধুলিকণা ও গ্যাসীয় অনুর উপর আপতিত হয়। এক্ষেত্রে সুর্য রশ্নির বিক্ষেপন ঘটে। যে আলোর তরঙ্গ দের্ঘ্য যত কম তা তত বেশি বিক্ষেপিত হয়। নীল আলোর তরঙ্গদের্ঘ্য সবচেয়ে কম। তাই নীল আলো বায়ুমন্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌছায়। এজন্য আকাশ নীল দেখায়।