অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ আগামী ২৫ নভেম্বর তিনটি পদে নিয়োগ পরীক্ষা নিবে। সেই সাথে আগামী ২ ডিসেম্বর একটি পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে চায় বিভাগটি।
অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং বিভাগীয় নির্বাচন কমিটির সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি এ তথ্যটি অবহিত করেন।
তিনি আরোও বলেন অর্থ বিভাগের মোট তিনটি পরীক্ষা-১. সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ৩. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে আবেদনকারীদের ২৫ নভেম্বর শুক্রবার বিকেল ৩টায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। তাই আগ্রহী পরীক্ষার্থীদের সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।
এছাড়া, অফিস সহায়ক পদের পরীক্ষা পরবর্তী ০২ ডিসেম্বর শুক্রবারে নেওয়া হবে। অর্থাৎ আগামী ২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।