Latest Post

অভিকর্ষ কেন্দ্র বলতে কি বোঝ?

অভিকর্ষ কেন্দ্র: কোন বস্তুকে যেভাবে রাখা হোকনা কেন তার ওজন বিন্দুর মধ্যে দিয়ে বস্তুর উপর সর্বদা ক্রিয়া করে। ওই বিন্দুই হলো অভিকর্ষ কেন্দ্র বা ভারকেন্দ্র। আমরা জানি একটি দৃঢ় বস্তু কতকগুলো বস্তুকনার সমষ্টি । প্রতিটি কনাই অভিকর্ষ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। এসব বল মিলিত হয়ে একটি লব্ধি বল সৃষ্টি করে । বস্তুটিকে ঘুরে ফিরে যেভাবে রাখা হোকনা কেন কনাগুলোর ওপর আকর্ষন েবলের পরিমান, অভিমুখ এবং সেই সঙ্গে ওই বল লব্ধির পরিমান, অভিমুখ ও ক্রিয়াবিন্দুর কোন পরিবর্তন হয়না। ই লব্ধি বলই বস্তুর ওজন। ওজন বা বল বস্তুর ভারকেন্দ্রের মধ্যে দিয়ে ক্রিয়া করে।

বিভিন্ন আকারের বস্তুর ভারকেন্দ্রে বা অভিকর্ষ কেন্দ্র ভিন্ন। যেমন-

১. সুষম দন্ডের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র – মধ্যবিন্দুতে

২. বৃত্ত ও আংটির ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র – জ্যামিতিক কেন্দ্রে।

৩. সামন্তরিকের ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র- কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে।

৪. বেলন আকৃতি বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ কেন্দ্র – অক্ষের মধ্যবিন্দুতে।

Check Also

ভেক্টরের বিভাজন কী ও উপাংশ বলতে কি বুঝ

ভেক্টরের বিভাজন কী ও উপাংশ বলতে কি বুঝ?

ভেক্টরের বিভাজন: উত্তর:- কোনে একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরে বিভাজিত করা হয় এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *